এক তামাটে সাঁঝে
লিখেছেন লিখেছেন মামুন ৩০ নভেম্বর, ২০১৪, ০৭:১৫:১২ সন্ধ্যা
এক তামাটে সাঁঝে
.
একদিন
তোমার হাতে হাত রেখে
পাশাপাশি চলেছি দুজন।
তোমার ঘ্রানে আমি মাতোয়ারা -
তুমি আমার ঘ্রানে-
ভালবাসার বুনো ঘ্রানে
দু'জন দিশেহারা!
.
হাটিতেছি পথ নিঝুম নিমগ্ন সুখে ।
কোথা থেকে উড়ে এলো
মাতাল সমীর!
এলোমেলো করে দিলো সব..
উড়ে গেল তোমার স্কার্ফ, পাশের খড়ের গাদায়
বিমর্ষ হয়ে রইলো পড়ে।
আমি অবাক!
.
এই উড়ন্ত কালো কেশ
কি অনাবিল সৌন্দর্যকে ধারণ করে
এতোদিন চুপটি করে লুকিয়ে ছিল!
তুমি এমন কেন?
আমায় তোমার লুকানো সৌন্দর্য কেন দেখতে দিতে চাও না?
চুপচাপ কেন শোন অন্তহীন প্রশ্ন কেবল?
কেন বলনা কিছু?
.
আরেক সন্ধ্যায়
শীতের সন্ধ্যা ছিল সেটি।
দু'পাশে গাছ নিয়ে মাঝখানে পথ
পীচঢালা পথ,
সেই পথে চলছিলে একা।
.
তোমার মাথায় উঁচু হাতে বোনা উলের টুপি
সদম্ভে নিজেকে জাহির করছিল,
যেভাবে তোমার গলায় ঝোলানো ওড়নাটার নিচে
জ্যাকেট ভেদ করে মাঝখানে খাদের কিনারা ধরে
ক্রমশঃ উঁচু হয়ে উঠা অস্তিত্ব তোমার
নিজেকে প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছিল।
.
এমনই এক শীতের বেলা শেষে
ঐ পথটি ধরে তুমি চলছিলে..
কিছু ঝরা পাতা তোমার পদভারে পিষ্ট হয়েও
প্রহ্লাদে অবাক চেয়ে রয়!
সে কি তোমার ছোঁয়া পেয়েছে বলে?
এমন ভাবে তোমার তুমিকে
মুড়িয়ে রেখেছ-
তাই বলে কি তোমার খোলস ভেদ করে
আমার আমিকে কখনো সেখানে নিতে পারব না ভেবেছিলে?
.
আমি পাতার শিরায় শিরায় সতত বহমান
ঐ পথের প্রতিটি ইঞ্চিকণায় রয়েছি ছড়িয়ে,
তোমার চুলে শেষ বিকেলের আলো হয়ে প্রতিভাত হয়েছি।
মাতাল সমীর ? সেও তো আমি ই!
তোমার চিবুকে আলতো ছুঁয়ে দিয়ে যাই
তোমার নাকের তিলটিকে ছুঁয়ে দেই অবলীলায়!
যে সন্ধ্যায় আলো সবুজ ছায়া সবুজ রহস্যময় সেই পথ ধরে হাটছিলে,
আমি সেই বিষন্ন সন্ধ্যা !
শীতের বিবর্ণতাকে আড়াল করে আমি অমনই সবুজ।
যে হাজারো রহস্যময়তার ভিতর দিয়ে
তোমার হৃদয়ের প্রগাঢ় অনুভূতিতে বিলীন হতে চায়-
তোমার শরীরে - তুমিময় ঘ্রানে আবিষ্ট হতে হতে
তামাটে বর্ণে মিশে একাকার হতে চায়!
.
এমনই এক রহস্যময় সন্ধ্যায়
তুমি এলে... যেন হাজার বছর ধরে
পথ হেঁটে এসেও ক্লান্তি তোমায় ছুঁতে পারে নি!
তোমার ভালোলাগাগুলো
যেন কড়া কালো কফি হয়েছে আজ!
তোমাকে কোনোভাবেই নুয়ে পড়তে দেবে না-
আর আমিও যেন তোমাকে পান করে
হয়ে উঠেছি সুদৃঢ়- ইস্পাতের মত শক্ত
আবার ততোধিক কোমল!
এমনই কোমলে কঠোরে ভালোবাসায় মাখামাখি হয়ে
সেই রাতটি নেমে আসে
ঢেকে দেয় আমাদেরকে।
.
তুমি আর আমি
এমনই এক শীতের রাতে
ক্রমেই উষ্ণ হয়ে উঠি...
তোমার চোখের আগুনে আমি লাল হই
আমার তাতানো শ্বাসে তুমি
পুইয়ের লতার মত নেতিয়ে পড়।
.
হাজারো রাতের ভিতর থেকে এভাবেই সেদিন
জন্ম হয়েছিল এক রাতের
জন্ম হয়েছিল কিছু অজানা অনুভূতির।
কিছু সুদর্শণ পোকাদের সাথে নিয়ে
দূর আকাশের সপ্তর্ষিমন্ডলের
অনন্ত নক্ষত্রবিথীরা
ক্রমেই আমাদের কাছে আসতে থাকে...
অনেক কাছে...
আমরাও আরো কাছে যাই...
দেহের সাথে দেহ
মনের সাথে মন।
নির্লজ্জ এক জোড়া তামাটে দেহ
ক্রমেই অনুভূতির স্পন্দনে স্তিমিত হয়ে আসতে চায়।
.
এভাবেই আমাদের প্রথম দেখা
এভাবেই শেষ দেখা।
শেষ বলে কি আদতেই কিছু আছে?
না কিছু থাকে?
বিষয়: সাহিত্য
৯৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন।
সুন্দর অনুভূতি রেখে সাথেই রয়েছেন, অনেক ধন্যবাদ।
শুধুই ভাল লাগা ছড়িয়ে যাওয়া!
অনেক ভাল থাকবেন এই শুভ কামনা!!!
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
বারাকাল্লাহু ফিকুম।
এটুকু পড়ে ভয়ে আর পড়তে পারছি না। সামনে মনেহয় আরো কঠিন
যেটুকু পড়েছ,সে পর্যন্তই অনুভূতিতে নাড়া লেগেছে কি?
আপনার কবিতা বরাবরই ভাল।তাই কিছু বললাম না।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন